একজন অজ্ঞাতনামা মহিলা, বয়স ৫০, গত ০৯/০৯/১৯ইং তারিখ রাত্র ০৮.০০ ঘটিকার সময় হাসপাতালে সড়ক দূর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হইয়া জরুরী বিভাগে ভর্তি করিলে সে চিকিৎসারত অবস্থায় ০৯/০৯/১৯ইং তারিখ রাত্র ০৮.৩৩ ঘটিকার সময় মৃত্যু বরণ করেন। অজ্ঞাতনামা মহিলা (৫০) এর শরীরে উল্লেখিত জখম পর্যালোচনায় দেখা যায়, তাহার মাথার পিছনে মাথার খুলিতে এক ইঞ্চির মত আঘাত জনীত ফাঁটা এবং পিছনের বাম কাধের নিচে আঘাতজনীত লালচে দাগ পরীলক্ষিত হয়। মৃতার মৃত্যুর বিষয়ে স্থানীয়ভাবে তদন্তকালে জানা যায় যে, গত ০৯/০৯/১৯ইং তারিখ রাত্র ০৭.১৫ ঘটিকার সময় হাতিয়া থানাধীন ওছখালী টু জাহাজমারা প্রধান সড়কেরর পশ্চিম রেহানিয়া গ্রামস্থ আলী আহাম্মদের বাড়ির দরজায় রাস্তার উপর অজ্ঞাতনামা মোটর সাইকেল চালক দ্রুত ও বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাইয়া অজ্ঞাতনামা মহিলা (৫০) কে ধাক্কা দিয়া পালিয়ে যায়।
অজ্ঞাতনামা এই মহিলাকে কেও চিনে থাকলে যোগাযোগ করুন হাতিয়া থানায়।
01713373754
(ওসি হাতিয়া থানা)